অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেপালকে বলা হয় ‘হিমালয় কন্যা’। কিন্তু চরম রাজনৈতিক সংকটে হিমালয়ের কোলঘেঁষা এই ভূখ-টি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। কোনো শাসনব্যবস্থাই যেন খাপ খাচ্ছে না নেপালিদের সঙ্গে। আর এর মূল কারণ দুর্নীতি, সঙ্গে যোগ হয়েছে দারিদ্র্য; বেকারত্ব ম্লান করে দিয়েছে সব কিছু। নেপাল বিশ্বমঞ্চে গরিব দেশ হিসেবেই বিবেচিত। যদিও চলতি বছর বিশ্বব্যাংকের হিসাবে ‘নেপালে চরম দারিদ্র্য প্রায় বিলুপ্ত’। তবে এমন সুসংবাদ এসেছে মূলত রেমিট্যান্সের কল্যাণে; অর্থাৎ, নেপালিরা নিজ দেশে কাজ পাচ্ছেন না। তাদের ছুটতে হচ্ছে দূরের দেশে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে নেপালের সংকট হিসেবে তরুণদের মধ্যে উচ্চহারে বেকারত্বের কথা উল্লেখ করা হয়েছে, আছে সমাজে বৈষম্যের কথাও। গত বছর প্রকাশিত নেপালের সরকারি পরিসংখ্যানে বলা হয়, ২০২২-২৩ সালে দেশটির ২০.২৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তবে বাস্তবতা হলো নেপালের মানুষ তাদের শাসকদের...