অন্যদিকে কনকচাঁপার জন্মদিন ঘিরে স্যোশাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলসহ গণমাধ্যমেও থাকবে নানা আয়োজন। আজ দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের বিশেষ তারকাকথন অনুষ্ঠানে দেখা যাবে তাকে। অনুষ্ঠানে শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন তিনি। অনুষ্ঠানে কনকচাঁপার সঙ্গে উপস্থিত থাকবেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার পর একচ্ছত্র দাপুটে সময় কাটিয়েছেন কনকচাঁপা। দেশ-বিদেশে কনকচাঁপার কোটি কোটি ভক্ত। কিন্তু নন্দিত এই গায়িকা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার বাকিটা জীবন সাধারণ মানুষের সেবায় পার করে দিতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কনকচাঁপা বিএনপি থেকে ‘সিরাজগঞ্জ-১’ আসনের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। আপাতত রাজনীতিতেই বেশি সময় দিচ্ছেন কনকচাঁপা। প্রশ্ন করা হয় রাজনীতিতে আপনি কতদূর যেতে চান? জবাবে কনকচাঁপা বলেন, ‘রাজনীতিতে কতদূর যেতে পারব জানি না। তবে আমি মানুষের কাছে যেতে চাই। আমি...