ঢাকা বিশ্ববিদ্যালয়, সব শিক্ষার্থীর কাছে একটা প্রিয় প্রতিষ্ঠান। আগেও ছিল, এখনো, আগামীতেও থাকবে। ভালো-মন্দ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সব শিক্ষার্থীর কাছে ‘ডাকসু’ স্পর্শকাতর এক অনুভূতি ও স্মৃতি। বাংলাদেশ শুরু হওয়ার পূর্ব থেকেই এই অঞ্চলের শিক্ষিত মধ্যবিত্তের বিকাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বাস্তবতার গুরুত্বকে কোনো অংশে খাটো করে দেখার অবকাশ নেই। এক কথায় এখানে, শিক্ষার্থীদের বিদ্যার বিকাশ ঘটে। যদিও এই বিদ্যার বিকাশ নিয়ে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ এর আগের সময়ের সঙ্গে তুলনা করে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বদরুদ্দীন উমরকে বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্থ হলো বিশ্ববিদ্যার আলয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, তাতে মনে হয় বিশ্ববিদ্যালয়ের অর্থবিদ্যা যেখানে লয় প্রাপ্ত হয়েছে’ (সূত্র, সেঞ্চুরিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও স্মৃতি, ২০২২, আন্দালিব রাশদী,...