সৌদি আরবের হজ ও ওমরাহ সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য কোম্পানি বীণা ইন্টারন্যাশনাল। আলহাজ হাফেজ জিয়াউর রহমান এই কোম্পানির চেয়ারম্যান। সেই সঙ্গে সৌদি ইউসরুল মাসায়ের কোম্পানির ডিরেক্টর। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন। চলমান ওমরাহ মৌসুমের নানা সমস্যা, বিগত সময়ের হজ ব্যবস্থাপনা এবং ২০২৬ সালের হজ বিষয়ে জানতে তার মুখোমুখি হয়েছে দেশ রূপান্তর। সাক্ষাৎকার নিয়েছেন এহসান সিরাজ দেশ রূপান্তর : বীণা ইন্টারন্যাশনালের হজ ও ওমরাহর কার্যক্রম সম্পর্কে জানতে চাই। হাফেজ জিয়াউর রহমান : আমি ১৯৯৭ সাল থেকে হজ-ওমরাহ নিয়ে কাজ করি। বাংলাদেশ থেকে যারা হজে আসেন তারা হজের মূল অংশে সৌদি মক্তবের (সেবাদাতা প্রতিষ্ঠান) অধীনে থাকায় ভাষা না জানা এবং খাবারের ভিন্নতায় অনেক কষ্ট করত। এ জন্য সৌদি আরবে ইনভেস্টর হয়ে সরাসরি হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত হই। বাংলাদেশের হাজিদের নিয়ে...