দলগুলো একমত না হলে পরবর্তী সিদ্ধান্ত সরকারের ওপর ছাড়তে চায় কমিশন জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সর্বশেষ সংলাপ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে অংশ নেবেন কমিশনের সদস্য ও ৩০টি রাজনৈতিক দলের সদস্যরা। এছাড়া উপস্থিত থাকবেন বিশেষজ্ঞরা। সংলাপে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এক্ষেত্রে মূল সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি আলাদা থাকবে। সবকিছুর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। তবে আজকের বৈঠকেও এটি সম্ভব না হলে বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেবে কমিশন। এদিকে বিষয়টি নিয়ে বুধবারও নিজেদের মধ্যে বৈঠক করেছে কমিশন। সেখানে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বহু কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ এখনও চূড়ান্ত হয়নি। তবে এ পর্যন্ত আলোচনার ভিত্তিতে সমন্বিত খসড়ায় ৮৪টি...