জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের আগের রাতে বিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে থাকতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে তাকে দেখা যায়। মুহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের২০১৭-১৮সেশনের (৪৭ ব্যাচ) সাবেক শিক্ষার্থী। ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ফাঁকা নির্বাচন কমিশন কার্যালয়ে বসে আছেন মুহিব। এ নিয়ে ফেসবুকে সরব হয়েছেন জাবি শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন, সে একজন অছাত্র। এত রাতে তার নির্বাচন কমিশনে যাওয়ার কোনও কারণ নেই। আমরা এটাকে দুরভিসন্ধিমূলক মনে করছি৷ এর তীব্র প্রতিবাদ জানাই ও কমিশনকে যথাযথ...