নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি শিবপুরী থেকে এক লিখিত বার্তার মাধ্যমে জেন-জেড আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদ্দেশে বক্তব্য রেখেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) লেখা বার্তায় অলি ব্যক্তিগত শোক, সংগ্রাম এবং শাসনব্যবস্থা নিয়ে নিজের প্রতিফলন তুলে ধরেছেন। কাঠমান্ডুর উত্তরে অবস্থিত পাহাড়ি এলাকা- শিবপুরীতে তিনি সেনা নিরাপত্তায় অবস্থান করছেন বলে জানা গেছে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব এ খবর জানিয়েছে। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অলি নিজের সন্তান হারানোর অভিজ্ঞতার কথাও বলেন। তিনি লিখেছেন, “রাষ্ট্রের আরোপিত দুঃসহ লড়াইয়ের কারণে আমার কোনও সন্তান নেই। কিন্তু পিতা হওয়ার আকাঙ্ক্ষা কখনও নিভে যায়নি।” অলি ১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তার আমলে একটিও গুলি চালানো হয়নি এবং তিনি আজীবন শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, চলমান আন্দোলনের...