এ মুহূর্তে আমাদের রাজনীতি ও সাহিত্য-সংস্কৃতির সবচেয়ে প্রবীণ সাক্ষী ভাষা সংগ্রামী ও লেখক আহমদ রফিক। স্কুল জীবন থেকেই জড়িয়ে আছেন মার্কসবাদী রাজনীতির সঙ্গে। ভাষা আন্দোলন থেকে শুরু করে অংশ নিয়েছেন তার দেখা সব গণতান্ত্রিক আন্দোলনে। লেখালেখিতে সম্পূর্ণ সক্রিয়তার ভেতর দিয়ে পৌঁছেছেন প্রায় শতবর্ষে। তার জীবনের বিভিন্ন অধ্যায়ে দেখা রাজনীতি, সাহিত্য, সমাজ, সংস্কৃতিকে ঘিরে এ সাক্ষাৎকার নিয়েছেন ওবায়েদ আকাশ ওবায়েদ আকাশ: আপনার বয়স এখন ৯৬ বছর। আবার যদি যৌবন ফিরে পেতেন, তাহলে কি জীবনটাকে নতুন করে সাজাতেন, নতুন কিছু করতেন? কখনো কি মনে হয়, জীবনে অনেক ভুল করেছেন, সেগুলো সংশোধন করতেন? আহমদ রফিক: হ্যাঁ, অবশ্যই নতুন করে সাজাতাম। নতুন কিছু করতাম। কিন্তু এটা অদ্ভুত একটা ফাসি জিনিস। এটা একটা রহস্য। আমরা তাই মনে করি যে, জীবনে এতগুলো ভুল হলো। যদি আবার...