সংবাদ সম্মেলনে কার্ডিনাল কোভাকাদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিনিধি দলের অন্য সদস্যরাও, যারা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।ভ্যাটিকানের ডিকাস্টারির আন্ডার সেক্রেটারি মন্সিনিয়র ইন্দুনিল জনকরত্নে কোদিথুওক্কু কানকানামালাগে আন্তঃধর্মীয় সংলাপকে বাস্তব জীবনে কীভাবে কার্যকর করা যায়, তার ওপর গুরুত্ব দেন। বিভাগের সচিব ফাদার জোসেফ ভিক্টর এডউইন এসজে বলেন, শিক্ষা ও সংস্কৃতিই পারে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ককে শক্তিশালী করতে।ফাদার মার্কাস সলো কেওটা এসভিডি বলেন, ভিন্ন ধর্মের মানুষদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন গড়াই হবে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ।সংবাদ সম্মেলনটি শেষ হয় বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডালের বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্ডিনালের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির আহ্বায়ক ফাদার বুলবুল রেবেইরো।সফরকালে কার্ডিনাল কোভাকাদ জাতীয় ও স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হন; অংশ নেন বিভিন্ন সেমিনার ও সম্মেলনে।...