সমির মল্লিক, খাগড়াছড়ি, সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রামের হেমা চাকমা ও সর্বমিত্র চাকমা। বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে লড়েন খাগড়াছড়ির হেমা চাকমা। তিনি পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। অন্যদিকে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাঙামাটির ছেলে সর্বমিত্র চাকমা। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন। তাদের বিজয়ে আনন্দিত-উচ্ছ্বসিত খাগড়াছড়ি ও রাঙামাটির মানুষ। ইতিহাস গড়েছেন হেমা চাকমা। পাহাড়ি নারী হিসাবে পার্বত্য চট্টগ্রাম থেকে এই প্রথম কেউ ডাকসু সদস্য নির্বাচিত হয়েছেন। হেমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির মেয়ে। তার দাপুটে জয়ে খুশি খাগড়াছড়ির মানুষ। এক ভাই এক বোনের মধ্যে ছোট হেমা। মা...