[আবদুল মান্নান সৈয়দ / জন্ম : ৩ আগস্ট ১৯৪৩ মৃত্য : ৫ সেপ্টেম্বর ২০১০] “কবিতা লেখার জন্যে নিজের গভীর বিবরে ঢুকে যাওয়া চাই, সেখানে সমাজ নেই, ধর্ম নেই, রাষ্ট্র নেই, সেখানে আছে এক অপার অনন্ত আমি। সেখানকার সমুদ্রের নাম আমি, আর যে একখানি দ্বীপ আছে, তার নামও আমি, আর সেই দ্বীপে যে একখানি কাগজের নৌকো বাঁধা আছে- তার নামও আমি।” [করতলে মহাদেশ/ আবদুল মান্নান সৈয়দ] “নীরবতা ছাড়া নির্জনতা ছাড়া নিঃসঙ্গতা ছাড়া জীবনের, পৃথিবীর, মানুষের গভীরতম ভিতরে প্রবেশ করা যাবে না। জীবনে এসে আমি নিঃসঙ্গতাকেই একমাত্র সঙ্গী বলে জেনেছি, কোলাহলময় পৃথিবীতে এসে আমি নীরবতাকে ভালোবাসতে শিখেছি।” [আমার বিশ^াস/আবদুল মান্নান সৈয়দ] এই হচ্ছে আবদুল মান্নান সৈয়দ। এই সব আত্ম-উচ্চারণ আবদুল মান্নান সৈয়দকে আমাদের সাহিত্য ভূম-লে দিয়েছে পৃথক সিংহাসন। আমাদের হাজার বছরের বাংলা...