আমাদের সমাজে এক ধরনের প্রবণতা চোখে পড়ে— যে কোনো কিছু দ্রুত পাওয়ার তাড়না। ভালো চাকরি, ব্যবসায় সফলতা কিংবা সামাজিক মর্যাদা— সবকিছুতেই অনেকেই শর্টকাট খুঁজে নেন। কেউ হয়তো সুযোগের অপব্যবহার করেন, কেউ মিথ্যার আশ্রয় নেন, আবার কেউ অবৈধ সুবিধার পথ বেছে নেন। প্রথম দিকে এগুলো সহজ সমাধান বলে মনে হলেও দীর্ঘ মেয়াদে তা পরিণত হয় বিপর্যয়ে। কারণ শর্টকাটে পাওয়া সাফল্য হয় অস্থায়ী, আর সততার ফলাফল হয় স্থায়ী ও টেকসই। সততা মানে শুধু সত্য বলা নয়, বরং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা, নৈতিকতার সঙ্গে চলা এবং অন্যের প্রতি সুবিচার করা। এ পথে চলতে গিয়ে হয়তো শুরুতে অনেক বাধা আসে। অসততার পথ বেছে নেওয়া মানুষকে দ্রুত এগিয়ে যেতে দেখা যায়, যা অনেক সময় হতাশার জন্ম দেয়। কিন্তু ইতিহাস বলছে, দীর্ঘ মেয়াদে সততার ওপর...