ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর একটি পাটাতন ভেঙে এক বছর ধরে পড়ে আছে। কিন্তু সেতু সংস্কার বা পুনর্নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও ইজিবাইক চালকরা বাঁশের খুঁটি গেড়ে তাতে কাঠের তক্তা দিয়ে মাচা তৈরি করে সাময়িক চলাচল উপযোগী করে তুললেও গত এক বছরে সেই মাচা ভেঙেছে তিনবার। ভাঙা সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে চারটি ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সরেজমিনে সোহাগি ইউনিয়নের বগাপুতা গ্রামে কাঁচামাটিয়া নদীতে গিয়ে দেখা যায়, সেতুটির একাংশ ভেঙে নদীতে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে দেওয়া হয়েছে বাঁশ ও কাঠের তৈরি মাচা। সেতুর ভেঙে পড়া পাটাতনে যাওয়ার আগে থামছে তিন-চাকার যানবাহন। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বাঁশ ও কাঠের মাচার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি...