ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দায়িত্ব নিতে রাজি নয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুলিশের বডিওন ক্যামেরা সরবরাহের কাজও করবে না কমিশন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এসব বিষয়ে ‘ইসির করণীয় কিছু নেই’ বলে জানিয়ে দিয়েছে কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা যায়। আরও জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সব ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা এবং পুলিশ সদস্যদের বডিওন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ও পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। ওই সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশন তার অবস্থান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার অবস্থান জানাল। ইসির...