পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ আশ্বস্ত করেছেন যে, জাতীয় ফুটবল দলের সদস্যসহ নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যতক্ষণ না পরিস্থিতির উন্নতি না হয়, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফিরে আসা সম্ভব হবে।”আরো পড়ুন:তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠন করবে: পররাষ্ট্র উপদেষ্টাপররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠন করবে: পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাসস লিখেছে, ভারত দিয়ে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উপদেষ্টা তৌহিদ। কারণ হিসেবে তিনি বলেন, “তাদের কারো কাছেই ভারতীয় ভিসা নেই। তাই, আমাদের অপেক্ষা করতে হবে।” উপদেষ্টা বলেন, অস্থিরতার সময় একটি...