সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে এশিয়া কাপের মহাযজ্ঞ। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসর। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামীকাল (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন জাতীয় দলের সিনিয়র তারকা মুশফিকুর রহিম। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় লিটনদের জন্য সমর্থন চেয়ে মুশফিক লিখেছেন, ‘আওয়াজ একটাই- বাংলাদেশ। আল্লাহ ভরসা।’ এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) আরব আমিরাতে পাড়ি জামায় বাংলাদেশ দল। তখন লিটনদের শুভকামনা জানিয়ে মুশফিক লিখেছিলেন, ‘এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা। আমরা সবাই চাই তোমরা সবাই বড় স্বপ্ন দেখো! ইনশাআল্লাহ।’ হংকং ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন...