চট্টগ্রাম:আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে শিবির। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। স্থানীয়রা জানান, বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজারের গনি মার্কেট এলাকায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবিরের সভাপতি মিসকাতুল ইসলামকে (২৪) কয়েকজন যুবক পথরোধ করেন। একপর্যায়ে তাদের মারধর করে টেনেহিঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মো. শাওন (২২), মো. মাহিন (২৩), মো. সিফাত (২২),...