অনেক সময় আমরা সফরে থাকি। সেক্ষত্রেও নামাজ আদায় বাধ্যতামূলক। তবে রয়েছে কিছু নিয়ম। যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকেন, তার জন্য ইসলামের বিধান হচ্ছে তিনি নামাজ কসর করবেন। কসর একটি আরবি শব্দ, যার অর্থ হলো কম করা বা কমানো। ইসলামে সফরকারী বা মুসাফিরদের জন্য চার রাকাতের ফরজ নামাজ (যেমন-জোহর, আসর ও এশা) দুই রাকাতে সংক্ষিপ্ত করে পড়ার বিধান রয়েছে। নিজ শহর বা গ্রাম থেকে নির্দিষ্ট দূরত্ব (প্রায় ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার) অতিক্রম করে সফরের নিয়তে বের হলে মুসাফির হিসেবে গণ্য হয়।সফরের সময় যাতে ভ্রমণকারীদের অতিরিক্ত কষ্ট না হয়, সেজন্য এই বিধান দিয়েছেন আল্লাহ। দুই রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে, যেমন মাগরিব নামাজ, ফজর নামাজ, এর কোনো কসর নেই। অর্থাৎ এটাকে অর্ধেক করার কোনো সুযোগ নেই। সুতরাং...