বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির মেরুদণ্ড গড়ার স্থান। সে হোক অক্সফোর্ড অথবা প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা হয়, চিন্তার মুক্তি ঘটে, আর সমাজের আগামী দিনের নেতৃত্ব তৈরির কাজ সম্পন্ন হয়। এই পরিপ্রেক্ষিতে যেমন একজন ছাত্রের কাছ থেকে ছাত্রোচিত আচরণ প্রত্যাশিত, তেমনি একজন শিক্ষক তথা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকেও দায়িত্বশীল নৈতিকতা আশা করা স্বাভাবিক। সমাজ, পরিবার ও জাতির চোখে ছাত্র একটি নির্দিষ্ট আচরণের মাধ্যমে চিহ্নিত হয়। ছাত্র যদি নিয়ম ভেঙে বেয়াদবি করে, তা গ্রহণযোগ্য হয় না। কারণ শিক্ষা শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, বরং এটি আচরণ ও চরিত্র গঠনেরও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অন্যদিকে, শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব যদি মিথ্যাচার বা অনৈতিকতার আশ্রয় নেয়, তবে সেটি আরও বেশি ক্ষতিকর, কারণ তার দায়িত্ব ছাত্রদের চেয়ে বহুগুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিখছে কীভাবে সমাজে...