ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বড় বিজয় কীভাবে সম্ভব হল? মুক্তিযুদ্ধের প্রশ্নে সমালোচনায় বিদ্ধ, পেশী শক্তি প্রদর্শনের বদনাম এবং ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে জনপরিসরে অনাগ্রহের বাধা অতিক্রম করে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারল কী করে? জুলাই অভ্যুত্থানের সুযোগে নতুন চেহারায় আবির্ভূত হওয়া ছাত্রশিবির প্রগতিশীল রাজনীতি চর্চার পরিচিত এই শিক্ষায়তনে কোন মন্ত্রবলে শিক্ষার্থীদের হৃদয় জয় করল? জামায়াতে ইসলামীর সহযোগী এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অবিশ্বাস্য জয়, জাতীয় রাজনীতিতেই-বা কী প্রভাব ফেলবে? এসব প্রশ্নে বেশকিছু পর্যবেক্ষণ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ডাকসুর সাবেক দুজন ভিপি-জিএস ও রাজনীতির বিশ্লেষক। তাদের পর্যবেক্ষণ বলছে, জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্য দলীয় পরিচয়ের বাইরে থাকা অনেককেই রেখে শিবির ‘অন্তর্ভুক্তিমূলক’ প্যানেল করার চেষ্টা দেখিয়েছে, তা শিক্ষার্থীদের...