এভাবেই কেটে গেল এক বছর। মাঙ্গোশি জঙ্গলের কথা ভুলে গেল। গাছেদের সঙ্গে তার সেই অদ্ভুত অভিজ্ঞতাও ভুলে গেল। এমনকি যে রাতে তাকে ডাকছিল সেই রহস্যময় কণ্ঠস্বর, তাও ভুলে গেল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট পরিবর্তন ঘটতে শুরু করল তাদের জীবনে। ধানের ফলন কমতে লাগল, খাবারও কমে গেল। অচেনা অদ্ভুত সব জন্তু-পাখি গ্রামে দেখা দিতে লাগল। দিনের বেলা প্রচণ্ড গরম পড়তে লাগল। তারপর মানুষ অসুস্থ হতে শুরু করল, কিন্তু কেউই বুঝতে পারল না অসুখটা কোথা থেকে আসছে। মাঙ্গোশির মা ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়লেন। অবশেষে গ্রামের জ্ঞানী মানুষটি বললেন, শুধু সেই বিশেষ ফুলই তার মাকে বাঁচাতে পারবে, যে ফুল থাকে গভীর জঙ্গলে। সেই একই ফুল, যেটা মাঙ্গোশি গত বছর আনতে পারেনি। তখন মাঙ্গোশির বাবা-মা বুঝলেন, ওকে তারা অনেক আগেই...