শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় মিয়ানমার থেকে দুর্লভ ভৌত খনিজের নমুনা সংগ্রহে ভারত কাজ করছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই সম্পদে চীনের কঠোর নিয়ন্ত্রণ থাকায় বিকল্প উৎসের খোঁজ করতে গিয়ে নয়া দিল্লি মিয়ানমারের এই বিদ্রোহীদের দ্বারস্থ হচ্ছে। ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কোম্পানিগুলোকে উত্তরপূর্ব মিয়ানমারের খনিগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বলেছে বলে তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন। মিয়ানমারের ওই খনিগুলো কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) নিয়ন্ত্রণে রয়েছে। রাষ্ট্রায়ত্ত খনিজ কোম্পানি আইআরইএল এবং গত বছর বাণিজ্যিকভাবে দুর্লভ খনিজের চুম্বক তৈরিতে সরকারি অর্থায়ন পাওয়া বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস মিয়ানমার থেকে নমুনা সংগ্রহের এই আলোচনায় জড়িত বলে জানিয়েছে সূত্রগুলো। এসব নমুনায় বৈদ্যুতিক গাড়ি ও অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে ব্যবহার করা যায়...