পুঁজিবাজারের তালিকাভুক্ত ফরচুন স্যুজ লিমিটেডের শেয়ার ‘কারসাজি’ করার দায়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে সরকারি কর্মচারী হিসেবে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার পাশাপাশি ফরচুনের শেয়ার কারসাজির ঘটনায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কিছু কর্মকর্তার বিষয়েও দুদকে ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভায় নেওয়া সিদ্ধান্তের তথ্য দেওয়া হয়, যাতে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার দায়ে আরও কয়েকজন বিনিয়োগকারীকে বড় অঙ্কের জরিমানা করা হয়। এর মধ্যে শেখ ফারুক আহমেদ নামে এক বিনিয়োগকারীকে ৩০...