১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম উৎকোচ গ্রহণের বিআইডব্লিউটিএ ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানী তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসায় তৎপ্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন এর নির্দেশে বিআইডব্লিউটিএ এর নৌ-সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক ( মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে উক্ত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা গ্রহণের...