সমাজে বড় পরিবর্তন সবসময় বড় উদ্যোগ থেকেই আসে— এমন ধারণা অনেকের মনে গেঁথে আছে। কিন্তু সত্য হলো, পরিবর্তনের বীজ বপন হয় ছোট ছোট কাজ দিয়ে, যেগুলো হয়তো কারও কাছে তুচ্ছ মনে হতে পারে, অথচ অন্যের জীবনে এনে দেয় আলোর ঝলক। দানশীলতা ও সহমর্মিতা কেবল টাকার অঙ্কে মাপা যায় না; এটি মাপা যায় হৃদয়ের উষ্ণতায়। এক ফোঁটা পানি যেমন তৃষ্ণা মেটায়, তেমনি একটি ছোট উদ্যোগও কারও জন্য হতে পারে বিশাল আশীর্বাদ। একজন পথশিশুকে বই কিনে দেওয়া, বৃদ্ধ প্রতিবেশীর জন্য বাজার করে আনা, বা শীতের রাতে একটি কম্বল পৌঁছে দেওয়া— এসব কাজের আর্থিক মূল্য হয়তো সামান্য, কিন্তু মানবিকতার দিক থেকে অপরিসীম। মানুষের জীবনযুদ্ধে এসব ছোট সহায়তাই প্রেরণার বাতিঘর হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই ভাবি, সমাজের সমস্যাগুলো সমাধান করতে বিশাল সম্পদ বা ক্ষমতা লাগে।...