নেপালের চলমান বিপ্লবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর দুদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত হয়। ওই দিনই বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানোর চেষ্টা করা হয় জামাল-তপুদের। সংঘাত তীব্র হওয়ায় ব্যর্থ হয় সে প্রচেষ্টা। সেই থেকে হোটেলেই রয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবলারসহ ওই সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা। তাদের ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সে চেষ্টায় ফল আসতে চলেছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ বেলা সাড়ে এগারোটায় নেপালে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কথা...