জেন-জিদের আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন কেপি শর্মা অলি। জনরোষ থেকে বাঁচতে এখন দেশটির শিবপুরি সেনা ব্যারাকে অবস্থান করছেন তিনি। প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য তিনি প্রতিবেশি ভারতকে দায়ী করেছেন। খবর ইন্ডিয়া টুডের। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ভারতকে দায়ী করে অলি লিখেছেন, ‘যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়ত ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যতায় দেবতা রামের জন্ম হয়েছে–এই দাবির বিরোধীতা করেছিলাম।’ ভারত এবং নেপালের মধ্যে লিপুলেখ গিরিপথ নিয়ে দীর্ঘবিরোধ রয়েছে। এই বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল। ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারিত হয়েছে। কালী নদীর উৎপত্তিস্থলকে নির্ধারণ করে সীমান্ত নির্ধারণ করা হয়েছে। আরও...