১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছোঁয়া গোলে বাছাই পর্বে টানা দ্বিতীয জয় তুলে নিলো পর্তুগাল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে রোনালদোর দল। প্রত্যাশিতভাবেই প্রথম মিনিট থেকে পজেশন রাখায় আধিপত্য দেখায় পর্তুগাল। তবে এই সময়ে গোলের জন্য কেবল একটি শটই নিতে পারে তারা, সেটাও লক্ষ্যভ্রষ্ট। ছয় গজ বক্সের মুখে রোনালদো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগালকে হতভম্ব করে ২১ মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা। বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি বালাস হাঙ্গেরী। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান বার্নার্দো সিলভা। ৫৮ মিনিটে রোনালদোর সফল স্পট...