১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম স্পেনের একজন সিরিয়াল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ১৬.৫৫ সেকেন্ডে হাই হিল পরে ৩২৮ ফুট পেছনে দৌড়ে নিজের রেকর্ড ভেঙেছেন। ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজ হাই হিল পরে দ্রুততম ১০০ মিটার পেছনে দৌড়ানোর নতুন রেকর্ড গড়েছেন, যা তিনি এর আগে স্প্যানিশ টিভি শো লা নোচে দে লস রেকর্ডসে ২০.০৫ সেকেন্ডে করেছিলেন। রেকর্ড-রক্ষণ সংস্থার নিয়ম অনুসারে, রবার্তো লোপেজ রদ্রিগেজের জুতার হিল কমপক্ষে ২.৭৬ ইঞ্চি উঁচু হতে হবে, তবে এর ডগা ০.৫৯ ইঞ্চির বেশি চওড়া হতে পারবে না। বর্তমানে রদ্রিগেজের ৮০টিরও বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শিরোনাম রয়েছে। কাঠের খুঁটিতে ১ মিনিট ১.৩৮ সেকেন্ডে দ্রুততম ৪০০ মিটার দৌড় এবং ১২.১০ সেকেন্ডে দ্রুততম ১০০ মিটার দৌড়ের রেকর্ডও তার। তার রেকর্ডের মধ্যে রয়েছে আঙুলে পুল কিউ...