১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম উত্তর: সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহতায়ালা। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর কোনো অংশীদার নেই। ইবাদত ও আনুগত্যের উপযুক্ত একমাত্র তিনিই। আমরা তাঁরই সামনে মস্তক অবনত করি। কাতরকণ্ঠে সিজদাবনত হয়ে প্রার্থণা করি। তাঁর শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সামনে সমস্ত কিছুই মাথা নত করে, তার খুশীতেই হোক অথবা বাধ্য হয়েই হোক। প্রত্যেক জিনিসের সিজদা তার স্বভাবের মধ্যেই রয়েছে। এমনকি সৃষ্টির ছায়াও আল্লাহর সামনে সিজদাবনত থাকার কথা কোরআন কারিমে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, ‘তারা কি দেখেনি, আল্লাহ যা-কিছু সৃষ্টি করেছেন, তার ছায়া আল্লাহর প্রতি সিজদারত থেকে ডানে-বামে ঢলে পড়ে এবং তারা সকলে থাকে বিনয়াবনত?’ (সুরা নাহল : ৪৮) মানুষ যত বড় অহংকারীই হোক, তার ছায়া যখন মাটিতে পড়ে, তখন সে নিরুপায়। তখন...