১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সরকারের উচ্চপর্যায়ে এবং বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। তিনি বিভিন্ন জনমঞ্চে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং জেন-জির বিভিন্ন দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ‘আমরা সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে প্রস্তাব করেছি। সেনাপ্রধানের সাথে পরামর্শের পর আজ একই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হচ্ছে,’ বিক্ষোভকারী নেতা রক্ষ্যা বাম বলেন। এর আগে সহিংস বিক্ষোভের পর নেপালে কে পি শর্মা অলি সরকারের পতন হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। প্রেসিডেন্ট পাওদেল খুব...