১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম পাঁচ বছর পর দেশে এসেছেন প্রখ্যাত চিত্রনায়িকা শাবানা। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন। কয়েকদিন আগে তিনি নীরবে ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন। শাবানা দেশে না থাকলে বাড়িটি খালি পড়ে থাকে। কাজ থাকলে তিনি দেশে আসেন। এবার কেন এসেছেন, তা অবশ্য জানা যায়নি। শাবানা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান। তার স্বামী এক সময়ের প্রযোজক ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। তবে তা আর হয়নি। গণগ্রেফতার নয়, সনাক্তের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে -রাজবাড়ী জেলা পুলিশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ও বডি ক্যামে সায় নেই ইসির ইউরোপীয় কমিশনকে...