বাংলাদেশে তরুণ কলাম লেখক ফোরামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৭ লেখককে সেরা লেখক সম্মাননায় ভূষিত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভিসি রুমে ‘লেখক সম্মেলন ও নবীনবরণ-২০২৫’ অনুষ্ঠানে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে লেখা প্রদর্শনী, সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান, মাইসা ফাহমিদা ইসলাম, সাদিয়া সুলতানা রিমি,...