১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার জন্য ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানবপাচার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। শুরুতে উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রম শক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি। বাংলাদেশ থেকে দক্ষ,...