জুলাই জাতীয় সনদের খসড়া হলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি। বাস্তবায়নের উপায় কী হবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। সেই দূরত্ব ঘুচিয়ে এক জায়গায় আনতে আবার দলগুলোর সঙ্গে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার তৃতীয় দফার আলোচনা হবে। বুধবার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আবার বৈঠক হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, আগের মত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় শুরু হবে আলোচনা। বৈঠকের সূচি হিসেবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। এ সভার আগে বুধবার সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের দেওয়া মতামত পর্যালোচনায় আবার সভা করে কমিশন। এর আগে দ্বিতীয় দফার বৈঠক শেষে ঐকমত্য কশিনের পক্ষ থেকে বলা হয়েছিল...