বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট। চ্যাম্পিয়ন হতে চায় দল। এশিয়া কাপে মাঠে নামার আগে প্রত্যাশার কথা শুনিয়েছেন অধিনায়ক থেকে শুরু করে ক্রিকেটাররা। দল ঘোষণার পর প্রধান নির্বাচকও জানিয়েছিলেন খায়েশের কথা। স্বপ্নকে এবার বাস্তবে রূপ দেওয়ার পালা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাঠে নামবে স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ দিতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বলা চলে গ্রুপ ‘বি’ কে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন। সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। লিটন বলেন :'এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই।...