আরিফুল ইসলাম সাব্বির সাভার (ঢাকা) ও আহসান হাবিব, জাবি ||রাইজিংবিডি.কম বুধবার রাতে সিনেট ভবনে ব্যালট বাক্স বহনকারী নির্বাচনি কর্মকতাদের সঙ্গে হাঁটছিলেন ছাত্রদলের এই নেতারা। ছবি: রাইজিংবিডি ডটকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকুস) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি ভেঙে বুধবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করেন দুই ছাত্রদল নেতা। তাদের ছবি ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ছাত্রদলের ওই দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন; যে কারণে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে।আরো পড়ুন:জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে নির্বাচন কমিশনে বহিরাগত, ক্ষোভজাকসু: ২২৪ বুথে ভোটগ্রহণ, নিরাপত্তায় থাকবে ১২০০ পুলিশ জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে নির্বাচন কমিশনে বহিরাগত, ক্ষোভ জাকসু: ২২৪ বুথে...