বুধবার (১০ সেপ্টেম্বর) খসড়া ‘পবলিক প্রকিউরমেন্ট বিধিমালা’ ২০২৫ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। রাজধানীর শেরেবাংলা নগরের আইএমইডি সম্মেলন কক্ষে সেমিনার আয়োজন করে বিপিপিএ। এতে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন। বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এসএম মঈন উদ্দীন আহম্মেদ সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন। নতুন বিধিমালায় অন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো- সরকারি ক্রয়ে ইজিপি ব্যবহারের বাধ্যবাধকতার বিধান সংযোজন, ইকনোমিক অপারেটরদের প্রকৃত মালিকানাবিষয়ক তথ্য প্রকাশ এবং টেকসই সরকারি ক্রয় ধারণা অন্তর্ভুক্তিকরণ। এছাড়া ক্রয় কৌশল প্রণয়নের ধারণা অন্তর্ভুক্ত, ভৌত সেবাকে পৃথক ক্রয় ক্যাটাগরি হিসাবে নির্ধারণ, ফ্রেমওয়ার্ক ক্রয়ের পরিসর বৃদ্ধিকরণ এবং ডিবারমেন্টের ক্ষেত্রে আপিলের ব্যবস্থা যুক্ত করার...