১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ এএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গতকাল বুধবার দুপুর পর্যন্ত পুলিশ ১৬ জন ও হত্যা মামলায় ৪ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে নিহতের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০-৪ হাজার জনকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।হত্যা মামলায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে মো. আ....