নেপালে সহিংস বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর যাদের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আসছে তাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। ওলির পদত্যাগের পর রাজনৈতিকভাবে বড় সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশটি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব পড়েছে সেনাবাহিনীর হাতে। দেশটিতে একদিনেরও বেশি সময় ধরে কার্যত কোনো সরকার নেই। কার্কি জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। ৬ ঘণ্টার টানা বৈঠক শেষে বিক্ষোভকারীরা সাবেক এ নারী প্রধান বিচারপতিকেই তাদের প্রতিনিধি ঠিক করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগে নিজেদের দাবিদাওয়াও তুলে ধরেছে জেন-জি বিক্ষোভকারীরা। এসব দাবির মধ্যে আছে, সাবেক প্রধানমন্ত্রী ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ যারা বিক্ষোভে গুলি চালিয়ে হত্যার নির্দেশ দিয়েছিল তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার...