১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নেপালে সরকারবিরোধী আন্দোলনের কারণে বর্তমানে টিম হোটেলে একরকম অবরুদ্ধ অবস্থায় সময় কাটাচ্ছেন জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডু থেকে কবে তারা দেশে ফিরতে পারবেন তা কেউ জানেন না। নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা নিয়ে এখন পর্যন্ত কার্যত কোনো আপডেট নেই। যদিও সরকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা করে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জামালদের ফিরিয়ে আনতে। অনিশ্চয়তায় দিন কাটালেও এর মাঝেও নিজেদের ফিটনেসের কাজ ঠিকই করে যাচ্ছেন লাল-সবুজের ফুটবলাররা। গতকাল কাঠমান্ডুস্থ টিম হোটেল ক্রাউন ইম্পেরিয়ালেই রাকিব হোসেন-তপু বর্মণরা জিম সেশনে ঘাম ঝরিয়েছেন। বাংলাদেশ দলের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে কাল বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (গতকাল) সকাল ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন...