১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। হাইকমিশনারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকাল জামায়াতে ইসলামীর আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। সেখানে বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্ব এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে হাইকমিশন। এদিকে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতের আমীরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। তারা বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা...