১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দ্রুত শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে আসামের বিজেপি সরকার। রাজ্যের মন্ত্রিসভা সম্প্রতি বিদেশিদের বহিষ্কারের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুমোদন করেছে, যেখানে মাত্র ১০ দিনের মধ্যেই বিচারপ্রক্রিয়া শেষ করে বহিষ্কার কার্যকর করার বিধান রাখা হয়েছে। ১৯৫০ সালের ইমিগ্রেশন আইন অনুসারে এতদিন বিদেশি হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তিকে বহিষ্কারের চূড়ান্ত ক্ষমতা ফরেনার্স ট্রাইব্যুনালের হাতে ছিল। তবে নতুন ব্যবস্থায় সন্দেহভাজন অভিবাসীকে এখন সরাসরি জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সামনে হাজির হয়ে নাগরিকত্ব সংক্রান্ত নথি প্রমাণ করতে হবে। কর্মকর্তারা নথি যাচাই করে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। যদি তারা নথিতে সন্তুষ্ট না হন, তাহলে ১১তম দিনেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হোল্ডিং সেন্টারে পাঠানো...