১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নতুন একটি প্যানেলের ঘোষণা এসেছে। ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামের এ প্যানেল গতকাল বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজিব। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে আইন বিভাগের আকিল বিন তালেব। এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, সংস্কৃতি সম্পাদক পদে মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক পদে হেমা আক্তার ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোহাম্মদ মিনহাজুর রহমানসহ মোট ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন,...