১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভাঙ্গা সড়ক অবরোধে দূরদূরান্তের মানুষের কষ্টের শেষ নেই, ৪২ কিলোমিটার সড়ক ছিল অচল। ২১ জেলার মানুষের দুর্ভোগ বেড়েই চলছে কোনো মতেই কমছে না। সাধারণ মানুষ বলছে ভাঙ্গার মানুষের দাবির কারণে কষ্ট ভোগ করছেন ২১ জেলার মানুষ। গতকাল বুধবারও ছিল ভাঙ্গার মহাসড়ক বাধ ভাঙ্গা জনতার জোয়ার। তাদের সকলের একটাই দাবি যতোদিনে সরকার আমাদের দাবি মেনে না নিবে ততোদিনে আমরা রাজপথেই থাকবো। গতকাল বুধবার ও ভাঙ্গার বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে মহাসড়কের প্রায় ৪৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে মানুষের এত কষ্ট কেউ মেনে নিতে পারছেন না। এ আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪...