১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম গাজায় ইসরালের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীরা আরও শক্ত অবস্থান নিয়েছেন। হিলউডসহ বিশ্বর বিভন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির বারশ’র বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেক ইসরাইলের কোনো ইনস্টিটউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করেবন না। এদের মধ্যে রয়েছেন, অস্কার, বাফটা, এমি, পাম দ্যরসহ বিভন্ন পুরস্কার বিজয়ী। গত সোমবার ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিবৃতিত স্বাক্ষর কেরছন ১২’শর বেশি অভিনয়শিল্পী ও নির্মাতা। নির্মাতাদের তালিকায় আছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ। অভিনয়িশল্পীদের তালিকায় আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হানাহ এইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা...