১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দলের প্রধান হয়ে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ। গতকাল বুধাবর বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন সরকারের আরোপিত পাল্টা শুল্কের হার কমানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আরেক দফা আলোচনা করবেন। এই দলের নেতৃত্ব দেবেন তিনি। ব্রেন্ডেন লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি লিঞ্চ অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে লিঞ্চের। এর আগে...