১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মঙ্গলবারের ভয়াবহ ইসরাইলি হামলার পর গতকালও কাতারের রাজধানী দোহায় ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ করছে। এ হামলার লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা সেখানে যুক্তরাষ্ট্রের দেয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছিলেন। কাতারের স্থানীয় গণমাধ্যম সরকারিভাবে প্রকাশিত বিবৃতির বাইরে কিছুই জানায়নি। মঙ্গলবারের ওই হামলায় অন্তত ৬ জন নিহত হন। ঘটনাস্থল ছিল দোহার একটি আবাসিক এলাকা-যেখানে দূতাবাস ও স্কুল অবস্থিত। উল্লেখ্য, কাতার একটি বংশানুক্রমিক আমিরের অধীনে শাসিত দেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা এখানে অন্যান্য উপসাগরীয় আরব দেশের মতোই সীমিত। একজন মার্কিন মিত্রদেশের ভূখ-ে এ হামলা ঘটায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে। এতে শুধু অঞ্চলের উত্তেজনা বেড়েই যায়নি, বরং যুদ্ধ বন্ধ ও গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আলোচনাও...