১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম অর্ধযুগ পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নিবার্চনে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটার শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। অতীতের ডাকসু নির্বাচনের মত ক্যাম্পাসে বড় ধরণের উত্তেজনা ও সংঘাতের কোনো ঘটনা-দুর্ঘটনা না ঘটলেও ভোটের দিন প্রধান দুই প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে দেখা গেছে। দেশের বৃহত্তম ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(ডাকসু)কে মিনি পার্লামেন্ট হিসেবে গণ্য করা হয়। এ দেশের ইতিহাসের প্রতিটি গৌরবজনক অধ্যায়ের সাথে ডাকসুর অবিচ্ছেদ্য ভূমিকার ইতিহাস রয়েছে। বাহান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়...