চট্টগ্রামে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্র ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার মিরসরাইয়ের মায়ানি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. সাহেদ (২৪) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঘটনার পর তার বাবা নুরুজ্জামান (৫৭) দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়ে গত মে মাসে দেশে ফেরেন। পরিবাবারের সদস্যদের বরাতে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুজ্জামানের স্ত্রী-সন্তানেরা চট্টগ্রাম নগরীতে থাকেন। সম্প্রতি তিনি সিলেটের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার বিরোধ শুরু হয়। “মঙ্গলবার নুরুজ্জামান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মিরসরাইয়ের বাড়িতে উঠেন। খবর পেয়ে তার...